ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজুস নির্বাচন: দোলন-দিলীপ প্যানেল জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
বাজুস নির্বাচন: দোলন-দিলীপ প্যানেল জয়ী

ঢাকা: বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির (বাজুস) নির্বাচনে এনামুল হক খান দোলন সভাপতি ও দিলীপ কুমার আগরওয়ালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (০৮ নভেম্বর) বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ঢাকাসহ সারাদেশের ৬শ’ ৬৬ জন ভোটার ভোট দেন।

 

নির্বাচনে বাদল-গুলজার পরিষদের বিপক্ষে দোলন-দিলীপ পরিষদের পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে।

আগামী দুই বছর এই কমিটি বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।