ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে ওয়ান ব্যাংকের এটিএম-ব্যাংকিং বুথ চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
যশোরে ওয়ান ব্যাংকের এটিএম-ব্যাংকিং বুথ চালু

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের যশোর শাখার অধীনে বসুন্দিয়া মোড়ে ব্যাংকের এটিএম বুথসহ ব্যাংকিং বুথের কার্যক্রম চাল করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এ ব্যাংকিং বুথের উদ্বোধন করেন।

সোমবার (১১ নভেম্বর) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, এ ব্যাংকিং বুথের মাধ্যমে অত্র এলাকার সর্বসাধারণ সব প্রকার ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম খান রাসেল, ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।