ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়

সিলেট: বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। 

বুধবার (১৩ নভেম্বর) সকালে নগরের রিকাবী বাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য।

তিনি বলেন, আয়কর দেওয়ার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে গেছি।

আমরা বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।  

বক্তব্যে তিনি জানান, ২০০১ সালে সিলেটে কর আদায় হয়েছিল ৪৭ কোটি টাকা। আর ২০১৮-১৯ বর্ষে ৬২৯ কোটি টাকা কর আদায় হয়েছে।  

মাহমুদ উস সামাদ আরও বলেন, আপনি কত টাকা কর দিলেন সেটা বড় নয়, নিজে একজন করদাতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করবেন। একজন করদাতা হিসেবে আপনার সন্তানও গর্ববোধ করবে।  

অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এ বছর সিলেটের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ করদাতাদের ৩৫ জনকে সম্মাননা দেয় সিলেট কর অঞ্চল।  
 
সিলেট কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরিতোষ ঘোষ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মো. মুনির, সিলেট চেম্বারের সভাপতি এটিএস শোয়েব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল প্রমুখ।

‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’ শীর্ষক স্লোগানে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে সিলেটে শুরু হচ্ছে আয়কর মেলা। ২০ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এনইউ/এবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।