ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘কর দিয়েই ব্যবসায় চ্যাম্পিয়ন হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
‘কর দিয়েই ব্যবসায় চ্যাম্পিয়ন হতে হবে’

কক্সবাজার: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল বলেছেন, আয়কর দিয়েই ব্যবসায় চ্যাম্পিয়ন হতে হবে। যারা যত বেশি আয়কর দেবেন, তারা তত তাড়াতাড়ি সরকারি সুযোগ সুবিধার আওতায় আসবেন। দেশকে দ্রুত এগিয়ে নিতে আমাদের আয়কর দিয়ে বৈধ ব্যবসা করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে কর অঞ্চল-৪ এর আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি কমল বলেন, জনগণের টাকায় সরকার পদ্মাসেতু করছে।

এই কৃতিত্ব কিন্তু করদাতাদের। কক্সবাজারে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আয়কর দাতা বাড়লে দেশের উন্নয়ন আরো বাড়বে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।  

এনবিআরের কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে এই কমল বলেন, পুরানো আয়কর দাতাদের পেছনে সময় ব্যয় করার পাশাপাশি নতুন করদাতা অনুসন্ধান করুন। দেখবেন, এ সংখ্যা অনেক গুণ বেড়েছে। মানুষও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দুল হক।
 
'উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর' স্লোগানে শুক্রবার (১৫ নভেম্বর) শুরু হওয়া এই আয়কর মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।

আয়েজকরা জানান, মেলায় ই-টিন সার্টিফিকেট প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা প্রদান, আয়কর রিটার্ন গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।