ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় দ্বিতীয় দিনে আড়াই কোটি টাকার আয়কর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
খুলনায় দ্বিতীয় দিনে আড়াই কোটি টাকার আয়কর আয়কর মেলায় মানুষের ভিড়

খুলনা: ছুটির দিনে খুলনা আয়কর মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় কেউ এসেছেন রিটার্ন জমা দিতে, কেউ এসেছেন কর দেওয়ার নিয়মকানুন জানতে।

আয়কর মেলার দ্বিতীয় দিন শুক্রবার (১৫ নভেম্বর) যারা রিটার্ন জমা দিতে এসেছিলেন, তাদের অধিকাংশই সরকারি চাকরিজীবী। করদাতাদের জন্য মেলায় কর কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন।

কর অঞ্চল খুলনার উদ্যোগে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এ কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় এদিন ব্যক্তিশ্রেণির করদাতাদের ঢল নামে। আর হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে পেরে করদাতারা খুশি।

রিটার্ন দাখিল করতে আসা করদাতারা মেলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মেলায় সবগুলো সেবা একসঙ্গে পাওয়ায় রিটার্ন দাখিল সহজ হয়েছে।

খুলনায় আয়কর মেলার দ্বিতীয় দিন খুলনা অঞ্চলে ২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৮৭৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১০ হাজার ৬৯৮ জন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬৯১ জন। নতুন টিআইএন নিয়েছেন ১০৪ জন।

এর মধ্যে খুলনা জেলায় এক কোটি নয় লাখ ৪ হাজার ৯২৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন চার হাজার ২৩২ জন। রিটার্ন দাখিল করেছেন এক হাজার ৩১৬ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৪০ জন।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, কর অঞ্চল খুলনার আয়কর মেলায় উৎসবমুখর পরিবেশে করদাতারা কর সেবা গ্রহণ করছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা বেশি মেলায় এসেছেন।

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় মোট ৩২টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।