ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) খাগড়াছড়ি অরুণিমা কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মর্যাদার শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোহাম্মদ কাশেম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
 
মেলার প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জনগণ আয়কর দিলে সেই আয়করের টাকায় বাংলাদেশ আরও উন্নয়ন, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

তিনি সামর্থবান সবাইকে আয়কর দেওয়ার আহ্বান জানান।
 
চার দিনের মেলায় একই ছাদের নিচে আয়কর দাতারা ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। মেলা চলবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, ১৬ নভেম্বর, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।