ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এখনও অস্থির বরিশালের পেঁয়াজের বাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এখনও অস্থির বরিশালের পেঁয়াজের বাজার

বরিশাল: বরিশালের পেঁয়াজের বাজার এখনও অস্থির। পাইকার থেকে খুচরা বাজার সবজায়গাতেই পেঁয়াজের দর আকাশচুম্বী।

রোববার (১৭ নভেম্বর) নগরের হাটখোলার পেঁয়াজ পট্টির পাইকার বাজারে দেশি ও মিয়ানমারের পেঁয়াজ ২০০ টাকা কেজি দরে আর তুরস্করের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

আর নগরের বাংলাবাজার, চৌমাথা বাজার, সাগরদী বাজার, নতুনবাজারসহ খুচরা বাজারগুলোতে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে শুরু করে ২৪০ টাকা পর্যন্ত।

খুচরা বাজারের বিষয়টা অনেকটাই এ রকম। সংকটের দোহাই দিয়ে যে যেভাবে পারছেন দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করে চলেছেন।

ক্রেতারা জানান, প্রায় দুই মাস ধরে পেঁয়াজের বাজার ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ২ মাস আগে ২০ টাকা কেজির পেঁয়াজ এক লাফে বেড়ে ৮০ টাকা হয়েছিল। এরপর থেকে বাড়তে বাড়তে ২৫০ টাকা দর ওঠে পেঁয়াজের। আর এজন্য বাধ্য হয়ে অনেক ভোক্তাই পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশি পেঁয়াজের ফলনের ক্ষতি হওয়াতে এমন প্রভাব। তবে দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তারা আশা করছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফের সহনীয় পর্যায়ে চলে আসবে পেঁয়াজের বাজার।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।