ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ওয়ান ব্যাংক-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সই

ওয়ান ব্যাংক লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক লিমিটেড ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অটোমেটেড কালেকশন সার্ভিসের মাধ্যমে টিউশন ফিস প্রদানে সাহায্য করবে।  

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক, ফাইন্যান্স মনোজিত কুমার ওঝা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শিব নারায়ণ কৈরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।  

এসময় ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পিআর/আরবি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।