ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফিন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

 

এতে সভাপতিত্ব করেন বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল।  

এসময় আরও উপস্থিত ছিলেন- স্যোসাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এনসিসি ব্যাংকের পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম ও বিএবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
কর্মশালায় বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।