ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই শুরু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ৬২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জিল বাংলা সুগার মিলে নির্দিষ্ট ঠোঙ্গায় আখ ফেলে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

মিল সূত্রে জানা গেছে, ১৯৫৮ সালে জিলপাক সুগার মিল নামে এ চিনিকলটি প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতার পর এটিকে জিল বাংলা সুগার মিল নামে নামকরণ করা হয়। ইতোমধ্যে ৬২তম মাড়াই মৌসুমে পা দিয়েছে পশ্চিম জামালপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল।  

এ মিলকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জীবনের চাকা ঘুরলেও অনিয়ম-দুর্নীতির কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে মিলের চাকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।  

এলাকাবাসী ও স্থানীয় শ্রমিকরা জানান, দিন দিন জরাজীর্ণ হয়ে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম চিনি শিল্প প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল।  

জিল বাংলা সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ইকবাল হোসেন জানান, ১ লাখ ২৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৭১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৬২তম আখ মাড়াই শুরু হয়েছে।  

প্রতিদিন ২৯টি ক্রয় কেন্দ্রের আখচাষিদের কাছ থেকে আখ ক্রয় করা হবে। মূল মিলটি চালু থাকবে ১৪০ দিন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।