ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
প্রিমিয়ার ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

ঢাকা: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে তরান্বিত করার উদ্দেশে কিশোরগঞ্জ জেলায় ভৈরব থানার বাঁশগাড়ী শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। সম্প্রতি এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।  

বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি এবং হেড অব সিআরএম সাহাদত হোসেন, আঞ্চলিক প্রধান এবং ব্যবস্থাপক, নারায়ণগঞ্জ শাখার শহীদ হাসান মল্লিক এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।

 

এতে স্থানীয় কৃষকদের মধ্যে চার শতাংশ সুদে মসলাজাতীয় ফসল চাষের জন্য ঋণসহ অন্য কৃষি ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।