ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট বাড়লো ফাইল ফটো

ঢাকা: যাত্রীদের চাহিদা ও পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার।  আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নভোএয়ারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কক্সবাজার রুটে প্রতিদিন পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এছাড়া প্রতিদিন চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সৈয়দপুর রুটে পাঁচটি, সিলেট রুটে দু’টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে তারা।

নভোএয়ার একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫শ’ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯শ’ টাকা, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী রুটে ২৭শ’ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ৯ হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।