ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়

ঢাকা: অপো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে জনপ্রিয় রেস্তোরাঁ ‘দ্য ফুড হল’। ১ ডিসেম্বর শুরু এ ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ সংখ্যকবার এবং সর্বোচ্চ ব্যয়কারী ভোক্তাও পাবেন ‘দ্য ফুড হলে’র সৌজন্যে লাঞ্চ কিংবা ডিনার। আর অপোর সৌজন্যে গ্রাহকেরা পাবেন আকর্ষণীয় হেডফোন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, নাগরিক জীবনে বন্ধু, কলিগ কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটানোর জন্যে সবচেয়ে আকর্ষণীয় উপলক্ষ্য হয়ে উঠছে রেস্টুরেন্টে একত্রে খেতে যাওয়া।

একত্রে সময় কাটানোর এই আকুলতায় একটু ভিন্নমাত্রা যোগ করতে ‘দ্য ফুড হল’ রেস্তোরাঁর সঙ্গে যৌথ অফারের ঘোষণা করলো অপো বাংলাদেশ।

এই অফারের আওতায় অপো ফোন ব্যবহারকারীরা ‘দ্য ফুড হল’ রেস্তোরাঁয় মোট খরচের উপর ১০ শতাংশ হারে মূল্যছাড় পাবেন। এছাড়া দ্য ফুড হলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সর্বোচ্চ ব্যয় করা এবং সর্বোচ্চ সংখ্যকবার ক্রয় করা অপো স্মার্টফোন ব্যবহারকারী ‘সুপার কনজ্যুমার’ এবং ‘সুপ্রিম কনজ্যুমার’ হিসেবে বিবেচিত হবেন।

‘সুপার কনজ্যুমার‘ এবং ‘সুপ্রিম কনজ্যুমার’ নির্বাচিত গ্রাহক পাবেন ‘দ্য ফুড হল’র সৌজন্যে পাবেন লাঞ্চ কিংবা ডিনার এবং অপোর সৌজন্যে আকর্ষণীয় একটি হেডফোন।

চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ‘দ্য ফুড হলে’র পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল- ৮, লেভেল- ১৯ এবং বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের শাখায় অফার চলবে ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত।

ছয়টি ভিন্ন ভিন্ন কাউন্টারে মুখরোচক সব খাবার (জাস্ট থাই, সিপ্রিয়ানি, বিরিয়ানি বয়েজ, ফুড স্ট্রিট, জুস অ্যান্ড জুস এবং বেকারি আইল্যান্ড) মিলবে অপো’র এই বিশেষ অফার।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।