ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লোকসানের বোঝা নিয়ে কেরু চিনিকলে আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
লোকসানের বোঝা নিয়ে কেরু চিনিকলে আখ মাড়াই শুরু ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি আলী আজগর টগর। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: প্রায় ৬০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর কেরুর ডোঙায় আখ ফেলে চলতি মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এ সময় সংসদ সদস্য বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আখ চাষিরা তাদের উৎপাদিত আখের বেশি দাম পাচ্ছেন।

বর্তমান সরকার কৃষিবান্ধব বলেও মন্তব্য করেন তিনি।  

এমপি আরও বলেন, কেরু চিনিকলের আধুনিকায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই কেরুর সব ধরনের আধুনিকায়নের কাজ শেষ হবে।  

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের প্রধান প্রকৌশলী এনায়েত হোসেন ও কেরুর ব্যবস্থাপনা পরিচারক জাহেদ আলী আনসারীসহ আখ চাষিরা উপস্থিত ছিলেন।  

এর আগে মাড়াই উপলক্ষে কেরু চত্বরে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

চলতি মৌসুমে কেরু চিনিকলের আখ মাড়াইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৯০ কার্যদিবস। এবার ৭ দশমিক ৫ শতাংশ রিকোভারি ধরে ১ লাখ ৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ২৫ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।