ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দেশের উন্নয়নে সবাইকে আয়কর দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
‘দেশের উন্নয়নে সবাইকে আয়কর দিতে হবে’

বরিশাল: বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস।

শনিবার (৩০ নভেম্বর) নগরের বান্দ রোডে অবস্থিত কর ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় কর দিবসের কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা।  

পরে আঞ্চলিক কর কমিশনার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কর ভবন চত্বরে গিয়ে শেষ হয়।  

র‌্যালিতে বরিশাল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

র‌্যালি শেষে কর কমিশনার মো. খাইরুল ইসলাম বলেন, আয়করে প্রবৃদ্ধি, আর এতেই হয় দেশ ও দশের সমৃদ্ধি। নাগরিকরা আয়কর না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নে সবাইকে আয়কর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।