ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুজিববর্ষ উদযাপনে ডিএসই’র ১০ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
মুজিববর্ষ উদযাপনে ডিএসই’র ১০ সদস্যের কমিটি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ২০২০ সালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

সোমবার (২ ডিসেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের ৯৪০তম বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

আগামী ২০২০ সাল মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডিএসই’র পরিচালনা পর্ষদ। বছরব্যাপী কর্মসূচি পালনের জন্য ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমকে আহবায়ক এবং পরিচালক মো. রকিবুর রহমানকে কো-আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. এম.  কায়কোবাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মো. হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।