ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ সৌভাগ্যবান বিজয়ীর মধ্যে এপেক্স’র পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
৮ সৌভাগ্যবান বিজয়ীর মধ্যে এপেক্স’র পুরস্কার বিতরণ এপেক্স’র পুরস্কার নিচ্ছেন বিজয়ীরা।

ঢাকা: সারা দেশব্যাপী এপেক্স’র ব্র্যান্ড নিউ ক্যাম্পেইন ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছে জনমনে। একইসঙ্গে ইতোমধ্যে এপেক্স পেয়েছে ১২ জন সৌভাগ্যবান ব্যক্তিকে। যারা পেয়েছেন স্মার্ট ফোনসহ নগদ অর্থ পুরস্কার।

এ ক্যাম্পেইনের কাস্টমারদের দিচ্ছে ন্যূনতম ২০০০ টাকা শপিংয়ের স্ক্র্যাচ কার্ড ঘষে ১০ লাখ টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া স্ক্র্যাচ কার্ড ঘষেই কাস্টমাররা ১০ শতাংশ ডিসকাউন্ট থেকে শুরু করে ১০ লাখ টাকা পুরস্কার জিততে পারছেন।

ইতোমধ্যে এপেক্স আটজন বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করেছে। নগদ এক লাখ টাকা পেয়েছেন ঢাকার নোভেল বড়ুয়া, ৫০ হাজার টাকা পেয়েছেন ময়মনসিংহের মাহমুদুল হাসান ও চট্টগ্রামের মান্নান রোকন।

২০ হাজার টাকা পেয়েছেন রংপুরের আরিফ হোসেন। স্মার্টফোন পুরস্কার হিসেবে পেয়েছেন ঢাকার জীবন রঞ্জন মজুমদার, মো. লোকমান শাহরিয়ার, মো. আবু কালাম, ফরিদা ইয়াসমিন এবং চট্টগ্রামের এইচ এম মোজাম্মেল হক।

জমজমাট এ ক্যাম্পেইনটি এপেক্স’র নিজস্ব সব আউটলেটে চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে, কিন্তু ডিসকাউন্ট স্টোর ব্যতীত।

বুধবার (৪ ডিসেম্বর) এপেক্স থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।