ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএলের দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএফএলের দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন

ঢাকা: প্লাস্টিক ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করলো গৃহস্থালী প্লাস্টিক পণ্যের ব্র্যান্ড আরএফএল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসরে আরএফএল প্লাস্টিকস সব ক্যাটাগরিতে দ্বিতীয় ও প্লাস্টিক ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।

নিয়েলসন বাংলাদেশের অংশীদারিত্বে ও ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আসরে দেশের চার হাজার ভোক্তার অংশগ্রহণে পরিচালিত এক জরিপের ওপর ভিত্তি করে ৩৪টি ক্যাটাগরিতে ১০০টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়েছে। এরমধ্যে প্রতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ড ও সব ক্যাটাগরি মিলিয়ে সেরা ১৫ ব্র্যান্ডকে পুরষ্কৃত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় এ স্বীকৃতির কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।