ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা দ্বিতীয়বার দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেলো স্পিড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
টানা দ্বিতীয়বার দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেলো স্পিড

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে জনপ্রিয় বেভারেজ ‘স্পিড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্বোনেটেড সফট ড্রিংকস (অল্টারনেটিভ) ক্যাটাগরিতে স্পিডকে এ স্বীকৃতি দেওয়া হয়। 

এ উপলক্ষে গত শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার ‘লা মেরিডিয়ান’ হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

অনুষ্ঠানে স্পিড প্রস্তুতকারক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর (বিজনেস ট্রান্সফরমেশন) আবদুল আলীম মুন্সী ও অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মুনতাসির মামুন পুরস্কার গ্রহণ করেন।

 

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।