ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
লক্ষ্মীপুরে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু ধান সংগ্রহ করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলসহ অন্যরা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সরকারের নির্ধারিত মণ প্রতি এক হাজার ৪০ টাকা মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম কার্যালয় প্রাঙ্গণে ধান কেনার উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহমেদ, সদর গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রামীম পাঠান প্রমুখ।

জেলা খাদ্য গুদাম সূত্র জানায়, এবার সরকারের নির্ধারিত মণ প্রতি এক হাজার ৪০ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে লক্ষ্মীপুরে ৮২৬২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এরমধ্যে সদরে দুই হাজার ২০৮ মেট্রিক টন, রায়পুর এক হাজার ১৭৫ মেট্রিক টন, রামগঞ্জ ৩৫২ মেট্রিক টন, রামগতি দু’হাজার ৪৭৬ মেট্রিক টন, কমলনগর দু’হাজাদ ৫১ মেট্রিক টন। একজন কৃষক তিন মণ থেকে এক মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।