ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাফল্যের এক যুগ পেরিয়ে এস্কিমি ডিএসপি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
সাফল্যের এক যুগ পেরিয়ে এস্কিমি ডিএসপি

ঢাকা: এস্কিমি ডিএসপির ১৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সম্প্রতি এস্কিমির গুলশান অফিসে এ জন্মদিন উদযাপন করা হয়। 

এসময় অনুষ্ঠানে বিভিন্ন বিজ্ঞাপনদাতা সংস্থা ও ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এতে আসা অতিথিদের অভ্যর্থনা জানান এস্কিমির ম্যানেজিং ডিরেক্টর, সাউথ এশিয়া লুতফি চৌধুরী ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার যশুয়া অধিকারীসহ এস্কিমি পরিবারের সব সদস্যরা।

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকিতে এ বছর এস্কিমি সরাসরি বাংলাদেশি পাবলিশারদের সঙ্গে কাজ শুরু করার (এসএসপি) ও ৩টি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশের বিজ্ঞাপনদাতাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করা যায়।  

লুতফি চৌধুরী বলেন, এসব নতুন সংযোজনা বাংলাদেশে বিজ্ঞাপন শিল্পে বৈপ্লবিক অধ্যায়ের সূচনা করতে পারে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এসব সংযোজনাকে সাধুবাদ জানিয়েছে।

এস্কিমির ডেটা ম্যানেজমেন্ট প্লাটফর্ম গ্লোবালি এক বিলিয়ন ব্যবহারকারিদের ১৫০ বিলিয়ন ইম্প্রেশন, ২.২ মিলিয়ন সাইট ও আপে ১০০টির বেশি ডেটা স্টোরিতে বিজ্ঞাপন প্রদর্শন করে আসছে।  

এস্কিমি প্রযুক্তি বিশ্বে দ্রুততম সম্প্রসারিত এক প্লাটফর্মের নাম। যা এখন ৫০টি দেশে সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে এবং ভিশন ২০২০ এ ৭০টি দেশে এ সেবা সম্প্রসারণ ও আরো বেশি নতুন নতুন প্রযুক্তি সংযোজনের লক্ষ্য স্থির করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।