ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলো ওয়াইআরসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলো ওয়াইআরসি কম্বল বিতরণে ওয়াইআরসির সংশ্লিষ্টরা।

ঢাকা: দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।

বুধবার (১৮ ডিসেম্বর) ওয়াইআরসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ওয়াইআরসির উদ্যোগে ও ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ওয়াইআরসির সদস্যরা ইয়ামাহার স্থানীয় ডিলারদের সঙ্গে নিয়ে দেশের ২৫ জেলায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে। রাজধানীর বিভিন্ন এলাকাও এ কর্মসূচি চলে। এ সময় ওয়াইআরসির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এসিআই মটরস’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।