ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা

ঢাকা: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের স্মরনীকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির ২০১৮-২০১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর বিবরণী অনুমোদিত হয়।

এতে আরও জানানো হয়, চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা পরিচালক ও নিরীক্ষক নিয়োগ করেন। এছাড়া শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।