ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপেক্স ‘মিলিয়নিয়ার ক্যাম্পেইনে’ লাখ টাকা জিতলেন এমদাদুল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এপেক্স ‘মিলিয়নিয়ার ক্যাম্পেইনে’ লাখ টাকা জিতলেন এমদাদুল বিজয়ী মো. এমদাদুল হকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন এপেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজান পিল্লাই এবং প্রধান পরিচালন কর্মকর্তা সুদর্শন রেড্ডি।

ঢাকা: দেশব্যাপী এপেক্স’র ব্র্যান্ড ক্যাম্পেইন ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছিলো জনমনে। সম্প্রতি গ্রাহকদের জন্য সম্পন্ন হলো ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনটি চলতি বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে চলে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এ ক্যাম্পেইনের অংশগ্রহণ করে ১০ লাখ টাকা জিতেছেন রংপুরের বাসিন্দা মো. এমদাদুল হক।

রোববার (২২ ডিসেম্বর) এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সম্পন্ন হওয়া ক্যাম্পেইনের বিজয়ী মো. এমদাদুল হককে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন এপেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজান পিল্লাই এবং প্রধান পরিচালন কর্মকর্তা সুদর্শন রেড্ডি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।