ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩৪ জেলায় বিএসটিআই’র অফিস স্থাপনের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
৩৪ জেলায় বিএসটিআই’র অফিস স্থাপনের অনুমোদন

ঢাকা: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও ৩৪টি জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি বিএসটিআই কাউন্সিল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে পণ্যের মান প্রণয়নকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বিএসটিআই’র ৩৩তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া পণ্যের গুরুত্ব বিবেচনায় আরও তিনটি পণ্যকে (ফ্রুট ড্রিংকস, ওয়েফার বিস্কুট এবং সোলার ব্যাটারি) বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা হয়েছে।

 

শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুনের সভাপতিত্বে কাউন্সিল সভায় আরও উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।  

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই’র কার্যক্রম সম্পর্কে জনগণের আস্থা সৃষ্টি হয়েছে। এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিল্পায়নের সঙ্গে ভেজাল সম্প্রসারিত হচ্ছে। এর বিরুদ্ধে বিএসটিআইকে আরও শক্ত অবস্থান নিতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী জেলা এবং উপজেলা পর্যায়ে বিএসটিআই’র কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিএসটিআইকে নির্দেশ দিয়ে কামাল আহমেদ মজুমদার আরও বলেন, ভেজাল ব্যবসায়ীরা জেনে-বুঝে ভেজাল দিচ্ছেন। এটা এক ধরনের দুরভিসন্ধি। তারা বেশি মুনাফা করে অর্থের পাহাড় গড়তে চান। তাই তাদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে।

সভায় কাউন্সিল সদস্যরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বৈচিত্র‌্যতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। তারা বলেন, বিএসটিআই আইন অনুযায়ী এ বিষয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া ইউরোপের বাজারে কৃষিজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করার জন্য তারা বিএসটিআইকে তাগিদ দেন।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।