ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিনা সুইটসের পেমেন্ট করা যাবে বিকাশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
মিনা সুইটসের পেমেন্ট করা যাবে বিকাশে

ঢাকা: এখন থেকে মিনা সুইটসের যেকোনো আউটলেটে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

ইউএসএসডির (*২৪৭#) পাশাপাশি বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

রোববার (০৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি মীনা সুইটস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং মীনা সুইটসের চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।