ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি তাজুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি তাজুল ইসলাম

ঢাকা: কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পালন করবেন বলে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সরকার কর্তৃক জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।