ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো ‘নগদ’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো ‘নগদ’ ‘নগদ’-এর লোগো

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে।

শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন।

রোববার (১২ জানুয়ারি) নগদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। স্মরণ করতে পারি ২৬ মার্চ ’২০১৯ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। ’

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

১০ মাসের পথ চলায় ‘নগদ’এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।