ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ বছর কর ছাড় পেলো নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
৫ বছর কর ছাড় পেলো নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্ট

ঢাকা: পাঁচ বছরের জন্য কর ছাড় পেলো নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্ট। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্টকে পাঁচ বছরের জন্য কর ছাড় দিয়েছে সরকার। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশন (৪) এর ক্লজ ‘বি’তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্ট, অতঃপর উক্ত ট্রাস্ট বলে উল্লিখিত, এর নামে ব্যাংকে গচ্ছিত স্থায়ী ও সঞ্চয়ী আমানতের সুদ আয়কে আয়কর হতে শর্তসাপেক্ষে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, নাকিব-আল মাহবুব মেমোরিয়াল ট্রাস্টকে এ সুবিধা পেতে কিছু শর্ত পালন করতে হবে। শর্তগুলো হলো, এই প্রজ্ঞাপনের মাধ্যমে কর অব্যহতিপ্রাপ্ত আয় উক্ত ট্রাস্টের জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। ট্রাস্টকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর সেকশন ৭৫ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।