ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্টারনাল অডিটর পেশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ইন্টারনাল অডিটর পেশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান

ঢাকা: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ প্রধান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশের (আইআইএবি) মতো পেশাজীবী প্রতিষ্ঠানকে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বিনিময়ে এগিয়ে আসতে হবে। পাবলিক ও প্রাইভেট সেক্টরে ইন্টারনাল অডিটর পেশাকে আরও শক্তিশালীকরণ এবং আইআইএবিকে স্বাধীন পেশায় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলের অডিট ভবনে আইআইএবি’র উদ্যোগে ‘প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ আইন’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।  

মুসলিম চৌধুরী বলেন, প্রস্তাবিত এ আইনে আরও কিছু ধারা পরিবর্তন ও যুগোপযোগী করা যেতে পারে।

এছাড়া রেগুলেটরি বডিগুলোতে ইন্টারনাল অডিট প্রফেশনকে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা যেতে পারে।

প্রস্তাবিত আইনটি কোম্পানি আইনের আলোকে হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে কিছু ধারা পরিমার্জন করা আবশ্যক।

মুসলিম চৌধুরী বলেন, কোম্পানি আইনে যে সংশোধনী আসছে, সেখানে অথবা পরবর্তী সংশোধনীতে ইন্টারনাল অডিট ইনস্টিটিউট এবং এ প্রফেশনের অন্তর্ভুক্তির বিষয়ে বাণিজ্য সচিবকে তিনি অনুরোধ জানান।

এছাড়া ইনস্টিটিউটের বর্তমান যে সিলেবাস রয়েছে, সেটি আরও পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে যুগোপযোগী করার আহ্বান জানান তিনি।  

এ সময় মুসলিম চৌধুরী অডিট ভবন সবসময় এ প্রফেশনের উন্নয়ন ও প্রতিষ্ঠান জন্য বিনা খরচে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

কর্মশালায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ইন্টারনাল অডিট প্রফেশনের সমৃদ্ধির জন্য প্রস্তাবিত আইনটি পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে আমার কাছে পাঠান। সে অনুযায়ী প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ আইনটি চূড়ান্তের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে উন্নত দেশের পথযাত্রার দ্বারপ্রান্তে রয়েছে। আইআইএবি’র মতো এ পেশাজীবী প্রতিষ্ঠান দেশে করপোরেট জগতে সুশাসন প্রতিষ্ঠায় বিএসইসির সহযাত্রী হতে পারে।

তিনি বলেন, বর্তমানে ইন্টারনাল অডিটর পজিশন অথরিটির কাছে বন্দি থাকে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বন্দি থাকবেন কিনা। আমরা ইন্টারনাল অডিটর বিষয়টি খুব শিগগিরই করপোরেট গভর্নেন্স কোডে অন্তর্ভুক্ত করবো।

হেলাল উদ্দীন বলেন, ইন্টারনাল অডিটের দরকার আছে। অন্য প্রফেশনের পাশাপাশি ইন্টারনাল অডিট প্রফেশনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএসইসি’র পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইএবি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এম নুরুল আলম।

কর্মশালায় আইআইএবি’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, আইআইএ বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোম্পানি আইন-১৯৯৪ এর ২৮ ধারায় নিবন্ধিত হয়ে লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও করপোরেট সংবাদ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।