ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংক-ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
প্রাইম ব্যাংক-ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের চুক্তি চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা: প্রাইম ব্যাংকের সঙ্গে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের চুক্তি সই হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ ও ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি (বিজনেস) মাসুদুল হক ভূঁঞা এবং  ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের ম্যানেজার মো. সরোয়ার আলম খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

চুক্তির ফলে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন থেকে এলপিজি কনভার্সনে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।