ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে আয় বৈষম্য বাড়ছে, কমছে ভোগ বৈষম্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
দেশে আয় বৈষম্য বাড়ছে, কমছে ভোগ বৈষম্য

ঢাকা: দেশে আয় বৈষম্য বাড়ছে, কমছে ভোগ বৈষম্য। আয় বৈষম্য কমাতে আমরা কাজ করছি। দেশের উন্নয়নের সুফল সবার মধ্যে ছড়িয়ে দিতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নানা উদ্যোগ নেওয়া হবে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) নগরীরর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) দলিল প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের প্রথম সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম একথা বলেন।  

রূপকল্প ২০৪১ ও বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্যই এ সভা।

সভা শেষে জিইডি সদস্য বলেন, এক দশকে দারিদ্র্য ব্যাপকহারে কমেছে। দারিদ্র্য নিরসনে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। দেশে ধনী-গরিবের মধ্যে ভোগ বৈষম্য তেমন নেই। তবে আয় বৈষম্য আছে। কীভাবে আয় বৈষম্য কমিয়ে সবার মধ্যে উন্নয়নের সুফল ছড়িয়ে দেওয়া যায় সে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এমনভাবে পরিকল্পনা নেবো যাতে প্রবৃদ্ধি অর্জন ভালো হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ও দেশের দারিদ্র্য আরো কমে আসে। অরক্ষিত জনগণও যেন সুফল ভোগ করতে পারে সেই বিষয়গুলি আমরা গুরুত্ব দিচ্ছি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০-২০২৪) মাধ্যমে আমরা উন্নত দেশের কাতারে যাত্রা করবো।

সভায় আরও উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কৃষি অর্থনীতিবিদ ড. এম এ জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।