ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুবাসা গ্রুপের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সুবাসা গ্রুপের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: জাপানের ৩০০ বছরের পুরাতন সিরামিক কোম্পানি আসাহি এইতো গ্রুপের বাজারজাতকারী প্রতিষ্ঠান সুবাসা গ্রুপের বাংলাদেশের ঢাকার পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গুলশানের একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুবাসা গ্রুপের প্রেসিডেন্ট মাসাহিতো শিমজো, আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ওয়াসিউল ইসলাম এবং ফায়সাল আহমেদ, আসাহি এইতো গ্রুপের এশিয়া প্রধান উএনো ইয়াসুশি, বাংলাদেশের সেবা প্রদানকারী পার্টনার ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা এবং বাংলাদেশ টাইলস, স্যানিটারি এবং মার্বেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমেদ।

অনুষ্ঠানে ২০২০ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সবশেষে ডিলারদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।