ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সয়াবিন চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
সয়াবিন চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ সয়াবিন চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সয়াবিন চাষিদের মধ্যে চার শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) এসআইবিএল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কমলনগর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে সয়াবিন চাষিদের মধ্যে চার শতাংশ মুনাফায় এ বিনিয়োগ বিতরণ করা হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহম্মদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিডারিড্যাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি অপারেশন অফিসার মোহাম্মদ শাকিল আনোয়ার, এসআইবিএল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চাষিরা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।