ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট পুরস্কৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
প্রাইম ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট পুরস্কৃত

ঢাকা: বিমাখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সচেতনতামূলক প্রচারণার জন্য ‘মুজিব শতবর্ষ সম্মাননা-২০২০’  পেয়েছেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন ভাষা সৈনিক শামসুল হুদা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ।

মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিব শতবর্ষ সম্মাননা-২০২০ দিয়েছে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে জানানো হয়, বিমাখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং দেশীয় ও আন্তর্জাতিক দিবসের সঙ্গে বিমাকে সংযুক্ত করে সচেতনতা সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করায় আসাদুজ্জামানকে এই পুরস্কার দেওয়া হয়।

আসাদুজ্জামানের আটটি প্রকাশনা রয়েছে। এর মধ্যে অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেনের জীবন ও কর্মের উপর ‘সংবর্তন’ নামে একটি গ্রন্থ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।