ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশজুড়ে আরএফএলের আঞ্চলিক ভাষায় বিলবোর্ড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
দেশজুড়ে আরএফএলের আঞ্চলিক ভাষায় বিলবোর্ড

ঢাকা: মা যা বলেন তাইই তো মাতৃভাষা। আমাদের কথার মধ্যে যতই আঞ্চলিকতার টান থাক না কেন তা কিন্তু আমাদের মায়েরই ভাষা। আঞ্চলিক ভাষায় কথা বলা মানে সংকীর্ণতা নয়, অনাধুনিকতাও নয়। 

বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে আরএফএল নিয়েছে এক অভিনব উদ্যোগ। ‘আঞ্চলিক ভাষাতেই আছে আত্মপরিচয়’-এ স্লোগানকে সামনে রেখে আরএফএল দেশজুড়ে তাদের সমস্ত বিলবোর্ড বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপান্তর করেছে।

 

এর পাশাপাশি টিভি ও অনলাইনের জন্য আঞ্চলিক ভাষায় ভিডিও কন্টেন্ট নির্মাণ করা হয়েছে। সিএনজি অটোরিকশা ব্র্যান্ডিং, স্থানীয় পত্রিকায় আঞ্চলিক ভাষায় প্রেস অ্যাড এমনকি তাদের প্রোডাক্ট লেবেলেও আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে।  

আঞ্চলিক ভাষাকে ঘিরে কোনো হীনমন্যতা নয়, এ বার্তা ছড়িয়ে দিতে আরএফএলের ভেরিফাইড ফেসবুক পেজে ইতোমধ্যে ছাড়া হয়েছে একটি ওভিসি। প্রায় ৫০ লাখেরও বেশি দর্শক এ ওভিসি দেখেছে। আঞ্চলিক ভাষার গুরুত্বকে ঊর্ধ্বে তুলে ধরে আরএফএল স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত।

আরএফএল চায় আঞ্চলিক ভাষাকে ঘিরে মানুষের মধ্যে যে সংকোচ কাজ করে তা দূর করতে। আরএফএল বিশ্বাস করে আঞ্চলিক ভাষা শেকড়ের ভাষা। একজন মানুষকে দিন শেষে তার শেকড়ের টানেই ফিরতে হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।