ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে সাত দিনব্যাপী এসএমই পণ্যমেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
রাজশাহীতে সাত দিনব্যাপী এসএমই পণ্যমেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালেক্টর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। অনেক অপ্রচলিত খাতে উন্নয়ন করছে সরকার। বাংলাদেশে জাহাজ তৈরি হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি হচ্ছে। এসব বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তবে শুধু নিজের উন্নয়নের কথা, নিজেই একা বড় হবো, এটি নয়, বরং আমরা সবাই মিলে উন্নত হবো, এ চিন্তাকে ছড়িতে দিতে হবে। যোগ করেন-খায়রুজ্জামান লিটন।

রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক তামান্না রহমান।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

আয়োজকরা জানান, ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ এ মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।