ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ৫ বছরে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বাংলাদেশে ৫ বছরে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে কোকা-কোলা

ঢাকা: বাংলাদেশে আগামী পাঁচ বছরে আরও ২০০ মিলিয়র মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোমল পানীয়ের ব্র্যান্ড কোকা-কোলা।

রাজধানীর র‌্যাডিসন হোটেলে মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানান প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা কোম্পানির চেয়ারম্যান ও সিইও জেমস কোয়েনসি।

বাংলাদেশের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জেমস কোয়েনসি বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের এক লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে।

এছাড়া কোম্পানির বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী ৫ বছরে বাংলাদেশে আরও ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।

আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ব্যবসা ঠিক ততটুকুই টেকসই, যতটুকু আমাদের জনসমাজ ও পারিপার্শ্বিক পরিমণ্ডল টেকসই। যার মানে, আমাদের ব্যবসার টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন চারপাশের জনসমাজের উন্নয়ন সম্ভব-যোগ করেন জেমস কোয়েনসি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে প্রথম ‘উইমেন বিজনেস সেন্টার' (ডব্লিউবিসি) চালুর মাধ্যমে বাংলাদেশে ‘ফাইভ বাই টোয়েন্টি’ কর্মসূচির সূচনা করে কোকা-কোলা। ‘ডব্লিউবিসি’ এমন অনন্য একটি মডেল, যেটি নারীর দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলের নারী উদ্যোক্তাদের সহযোগিতা করে থাকে।

নারী উদ্যোক্তারা সচরাচর যেসব বাধা-বিপত্তির সম্মুখীন হন, সেসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানে প্রয়োজনীয় ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, মোবাইল ব্যাংকিং সহায়তা, স্বাস্থ্য পরামর্শ, দিক নির্দেশনা ও নেটওয়ার্কিং সুবিধা প্রদান করে ডব্লিউবিসি। এভাবে প্রতিটি ডব্লিউবিসি তার আওতাধীন এলাকার শত শত নারী উদ্যোক্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরঞ্জাম, সেবা ও পরামর্শ দেয়।

কেন্দ্র-উপকেন্দ্র মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ২৪০টি ডব্লিউবিসি পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে ৭০ হাজারেরও বেশি নারী এরই মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। চলতি বছরের মধ্যে এক লাখেরও বেশি নারী ও তাদের পরিবারের সদস্যরা এটির সুবিধা পাবেন। বর্তমানে জামালপুর, খুলনা ও বাগেরহাট জেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে।

নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশে এরই মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে কোম্পানিটি। আগামী ৫ বছরে তারা দেশটিতে আরও ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।