ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট বিকেলে

ঢাকা: বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২০ সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) এ সামিট শুরু হবে।

এ সামিট অয়োজন করেছে বিশ্বের অন্যতম প্রফেশনাল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ)।

জানা গেছে, সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব ড. এম খায়রুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, এফসিজিআইএ, প্রতিষ্ঠানটির গ্লোবাল কাউন্সিলের চেয়ারম্যান সন্দিপ কুমার, এফসিজিআইএ, বিআইসিএমের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, সিজিআইএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাইয়িদ মাহমুদ জুবায়ের, সিজিআইএ, এবং ধন্যবাদ বক্তব্য দেবেন এম নরুল আলম, সিজিআইএ।

সিজিআইএ ইনস্টিটিউট হলো ফিন্যান্স ইনভেস্টমেন্ট পেশাদারদের একটি বিশ্বব্যাপী পেশাদার সংস্থা, যা অর্থ ও বিনিয়োগ পরিচালনার শিল্পের নৈতিক বিনিয়োগ অনুশীলনের জন্য বিশ্ব মান নির্ধারণ করে। প্রতিষ্ঠানটি সিজিআইএ সরবরাহ করে। এর সদর দফতর নিউইয়র্কে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।