ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইনোভেশন ডায়লগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইনোভেশন ডায়লগ চট্টগ্রামে ইনোভেশন ডায়লগ অনুষ্ঠান

প্রথমবারের বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের (বিআইসি) আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম ইনোভেশন ডায়লগ’। বিএসআরএম ও এলিট পেইন্টের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ মার্চ) বিআইসির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

ব্যবসা-বাণিজ্য, নীতি নির্ধারণ, শিক্ষাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত তরুণদের মধ্যে উদ্ভাবনের আগ্রহ সঞ্চালিত করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে একটি কী নোট ও দু’টি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।