ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা ভাইরাস: দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
করোনা ভাইরাস: দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

ঢাকা: করোনা ভাইরাস মোকাবেলায় দেশের নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সকল প্রকার বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে থেকে দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সকল স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব প্রকার বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

এ সিদ্ধান্ত সোমবার থেকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০ 
জিসিজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।