ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
নওগাঁয় প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ টাকা

নওগাঁ: গত ৩-৪ দিনের ব্যবধানে দেশের মোকামগুলোতে আবারো বেড়েছে চালের দাম। যেখানে প্রকারভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪-৫ টাকা বেশিতে। এর প্রভাব পড়েছে নওগাঁর বড় এবং খুচরা চাল বাজারে।

বর্তমান নওগাঁর নেখুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণ-৫ জাতের চাল ৩৫ টাকা, জিরা ৪৮ টাকা এবং কাটারিভোগ ৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নওগাঁ চাল বাজারের মাঝারি চাল ব্যবসায়ী তাপস কুমার বাংলানিউজকে জানান, হঠাৎ করেই চালের দাম কেজি প্রতি ৪-৫ টাকা বেড়েছে।

মোকামগুলো থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে ফলে খুচরা বাজারে বেশি দামেই বিক্রি করা ছাড়া উপায় থাকছে না।  

নওগাঁর খুচরা বাজারে চাল কিনতে আসা মান্নান বিশ্বাস বাংলানিউজকে জানান, কথা নাই বার্তা না হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। ফলে সব সময় চালের বাজারে একরকম সমস্যা লেগেই থাকে। চালের এমন দামে সবচেয়ে বেশি হিমশিম খেতে হয় নিন্ম আয়ের মানুষদের।

নওগাঁর ফারিহা রাইস মিল মালিক শেখ ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, চাল বাজারের সিন্ডিকেট সব সময় কাজ করে। ফলে চালের দাম হঠাৎ করে বেড়ে যায়। এতে করে ছোট ব্যবসায়ীদের কিছু করার থাকে না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।