ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ২৫ কেজির বেশি চাল কিনতে পারবেন না ১ ক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ফেনীতে ২৫ কেজির বেশি চাল কিনতে পারবেন না ১ ক্রেতা ফেনী পৌরসভা কার্যালয়

ফেনী: করোনার প্রভাবে বাজার স্থিতিশীল রাখতে একজন ক্রেতার ২৫ কেজির বেশি চাল কিনতে নিষেধাজ্ঞা দিয়েছে ফেনী পৌরসভা।

রোববার (২২ মার্চ) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানায় পৌরসভা।

পৌর প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনী পৌর এলাকায় খাবার দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

এর বেশী সময় কেউ খোলা রাখতে পারবে না।

এছাড়া সর্বোচ্চ ২৫ কেজি চাল ছাড়াও একজন ক্রেতা তিন কেজি তেল, তিন কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও পাঁচ কেজির বেশি আলু কিনতে পারবেন না। এর বেশি কিনলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।