ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনার কারণে ৩ প্রতিষ্ঠানের পর্ষদ সভা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনার কারণে ৩ প্রতিষ্ঠানের পর্ষদ সভা স্থগিত

ঢাকা: করোনা ভাইরাসের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করেছে।

সোমবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্স।

ব্রাক ব্যাংক: ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ মার্চ, বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে কোম্পানিটি ২২ মার্চ পর্ষদ সভার ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। ২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ইবিএল: ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ মার্চ, বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ২০১৮ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়া ইন্স্যুরেন্স: এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানিটি করোনা আতঙ্কে পর্ষদ সভা স্থগিতের ঘোষণা দিয়েছে।

উল্লেখ, কোম্পানি তিনটির পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।