ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাধারণ ছুটিকালীন সীমিত আকারে দাপ্তরিক কাজ করবে এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
সাধারণ ছুটিকালীন সীমিত আকারে দাপ্তরিক কাজ করবে এনবিআর

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার (৩০ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়েছে।
 
অফিস আদেশে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রিক শুল্কায়নসহ খালাস প্রদান এবং রপ্তানি ও ইপিজেডের কার্যক্রম সচল রাখার লক্ষ্যে সব কাস্টম হাউজ-কাস্টমস স্টেশনসমূহে সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রীর সঙ্গে শিল্পের কাঁচামাল এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার আমদানিও অন্তর্ভুক্তি হবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।