ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে স্বল্পমূল্যে চলছে টিসিবির পণ্য বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
ফেনীতে স্বল্পমূল্যে চলছে টিসিবির পণ্য বিক্রি

ফেনী: ফেনীতে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। 

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে শহরের রেলগেট এলাকা ও মহিপাল ফ্লাইওভারের নিচে পণ্য বিক্রি করছে অনুমোদিত ডিলাররা।  

এ সময় পণ্যের বিক্রি ও ব্যবস্থাপনা পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।

ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে চিনি, ডাল ও তেল।

টিসিবির ডিলার মো. হুমায়ুন কবির ভূঞা জানান, সোমবার দ্বিতীয় ধাপে শহরের দুই স্থানে ৬৫০ কেজি চিনি, মশুরের ডাল ৩০০ কেজি ও এক হাজার লিটার ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে। চিনি ও ডাল ৫০ টাকা কেজি দরে এবং তেল প্রতিলিটার ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির সেবা প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, এখানে ক্রেতা সরকার নির্ধারিত মূল্যে নিত্যপণ্য হাতের নাগালে পাচ্ছে।  

তিনি জানান, যেখানে পণ্যের সংকট থাকবে সেখানে এ সরবরাহ ভোগ্যপণ্যের চাহিদা পূরণ করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী বলেন, করোনা ভাইরাস ইস্যুতে জনস্বার্থে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ সময় টিসিবির স্বল্পমূল্য সুবিধায় জনগণ উপকৃত হবে।

মহিপালে টিসিবির পণ্যবাহী ট্রাক থেকে এক কেজি ডাল ও এক লিটার তেল কিনেছেন এক ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি সাজ্জাদ ইসলাম।  

তিনি বলেন, বাজারে এ ডাল ৭০ টাকা, তাই এখান থেকে কিনেছি। সবসময় এ সুবিধা পাওয়া যায় না। কখন কোথায় পাওয়া যাবে তাও জানা যায় না। আগে থেকে জানা থাকলে কম দামে কেনার সুযোগ থাকতো। এর আগে ২৭ মার্চ ফেনীতে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছিল।  

টিসিবি ডিলার হুমায়ুন জানান, পরবর্তীতে যেকোনো সময় টিসিবির পণ্য আবারও পাওয়া যাবে তবে তা নির্দিষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।