ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫-৯ এপ্রিল খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের ক্যাশকাউন্টার-ভল্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
৫-৯ এপ্রিল খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের ক্যাশকাউন্টার-ভল্ট

ঢাকা: তফসিলি ব্যাংকগুলোর সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলোর ক্যাশ কাউন্টার ও ভল্ট খোলা থাকবে।

৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তফসিলি ব্যাংকগুলো টাকা জমা ও উত্তোলন করতে পারবে।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়।


 
এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকলেও সীমিত আকারে ক্যাশ বিভাগ চালু থাকবে। সরকার সাধারণ ছুটি ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
 
এসময় তফসিলি ব্যাংকগুলোর সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উল্লেখিত সময়ে শুধু কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলোর সংশ্লিষ্ট ক্যাশ কাউন্টার ও ভল্ট খোলা রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।
 
উক্ত কর্মদিবসে অফিসের কাজে সংশ্লিষ্ট ও যুক্ত কর্মকর্তা/কর্মচারীরা যাতায়াত ও লাঞ্চ সুবিধা প্রাপ্য হবেন। সাধারণ ছুটিকালীন বাংলাদেশ অটোমেডেট চেক ক্লিয়ারিং হাউজ চালু রাখার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/শাখা/ বিভাগ চালু থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।