ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিকের ঋণ আদায় ৩ মাসের জন্য স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
বিসিকের ঋণ আদায় ৩ মাসের জন্য স্থগিত

ঢাকা: বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচির আওতায় ঋণ আদায় কার্যক্রম আগামী তিনমাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃপক্ষ। একই সঙ্গে খাদ্য ও চিকিৎসাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন ও সরবরাহে জড়িত শিল্প প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা দেবে প্রতিষ্ঠানটি।

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১১ এপ্রিল) শনিবার এ সংক্রান্ত আলাদা দু’টি অফিস আদেশ জারি করেছে বিসিক।

কোভিড-১৯ প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার স্বার্থে বিসিক এ সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রেখে এ বিষয়ে কাজ করার জন্য বিসিকের সব শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও শিল্পনগরী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এ করপোরেশন।

অফিস আদেশে বলা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়।  

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে বিসিকের নিজস্ব তহবিল থেকে ২০১৫-২০১৬ অর্থবছরে ১৫ কোটি টাকা ঋণ দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বর্তমানে ক্রমপুঞ্জিভূত বিতরণ করা ঋণের পরিমাণ ৩৩ কোটি টাকা এবং ঋণ আদায়ের হার ৯৬ শতাংশ।

এর আগে গতকাল আরেকটি অফিস আদেশে বিসিক শিল্পনগরীগুলোতে স্থাপিত শিল্প কারখানার সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিনমাসের জন্য স্থগিত করা হয়। বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশে শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এসব সিদ্ধান্ত দেয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।