ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে হামদর্দের অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে হামদর্দের অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হামদর্দের অনুদান

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অনুদান দেওয়ার সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী গোলাম রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং দেশব্যাপী ফ্রিতে চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রেখেছে হামদর্দ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।