ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় গ্রামীণ ট্রাস্টের খাদ্য সহায়তা কর্মসূচি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনায় গ্রামীণ ট্রাস্টের খাদ্য সহায়তা কর্মসূচি .

ঢাকা: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রার্দুভাবে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব স্থবির হয়ে আছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এর সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছে। এ অবস্থায় দেশের শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী খাদ্যের অভাবে মানবেতর জীবন-যাপন করছে। উদ্ভূত পরিস্থিতে দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট হতদরিদ্র, দিনমজুর, ভিক্ষুক ও কর্মক্ষম নয় - এমন কিছু পরিবার যারা অন্যকোনো উৎস থেকে কোনো প্রকার সহায়তা পায়নি, তাদের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। 

গ্রামীণ ট্রাস্ট চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, শরিয়তপুর, মাদারীপুর ও গাজীপুরসহ মোট ১৮টি জেলার ৪৪টি উপজেলায় ২২০টি দুস্থ, অসহায়, হতদরিদ্র, ভিক্ষুক ও কর্মক্ষম নয় - এমন পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

গত ১৮এপ্রিল পর্যন্ত ২২১টি পরিবারের ৯৫০ জন সদস্যকে চিহ্নিত করে খাদ্যদ্রব্য বিতরণ করেছে।

খাদ্য-সাহায্য গ্রহণকারী পরিবারপ্রধানের অনেকেই ভিক্ষাবৃত্তি, গৃহপরিচারিকা, দিনমজুরি, রিকশাচালক, ফেরিওয়ালা, কুটিরশিল্প, টেইলরিং ইত্যাদি কাজে নিয়োজিত। এদের মধ্যে প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম সদস্যও আছেন।

গ্রামীণ ট্রাস্ট এ কর্মসূচি আগামী জুন পর্যন্ত ২২০টি পরিবারকে (চিহ্নিত) খাদ্য-সাহায্য দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত উক্ত পরিবারের চলার মতো খাদ্যসামগ্রী বিতরণ নিশ্চিত করা হয়েছে। সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখে প্রতিমাসে দুইবার বিতরণ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।